
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে মো. এমদাদুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত এমদাদুল হক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মহিলা মাদরাসার পরিচালক।
মামলা সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ভুক্তভোগীকে শিশুকে ধর্ষণ করেন এমদাদুল। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। ঘটনার পরপরই শিশুর বাবা থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে এমদাদুলকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ।
মন্তব্য করুন: