ছবি: সংগৃহীত |
করেসপন্ডেন্ট, ঢাকা
অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে বিভিন্ন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে সরকার।
আজ শনিবার (১৭ আগস্ট, ২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন, ড. শেখ আব্দুর রশিদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে; মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে; ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে; ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির জন বিভাগে এবং এমএ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁরা সবাই অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে উল্লেখিত বিভাগে সচিব পদে তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: