গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক |
করেসপন্ডেন্ট, গাজীপুর
জেল হত্যাকাণ্ডের পেছনের ব্যক্তিদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, জেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুধু খুনিদের নয়, এসব হত্যাকাণ্ডে যারা নেপথ্যে ছিল তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে। কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। এ জন্য জাতীয় কমিশন গঠন করা প্রয়োজন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় জেলহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সদস্য মাকসুদুল আলম খান, সেলিম আজাদ প্রমুখ। পরে শহীদ নেতাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ও গাজীপুর প্রেসক্লাবে জেলহত্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বশেমুরকৃবির ভিসি প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে একটি শোক র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দীন আহমদ হলে স্থাপিত শহীদ তাজউদ্দিন আহমদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি গিয়াসউদ্দীন মিয়া। আলোচনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। পরে শহীদ চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের সঞ্চালনায় গাজীপুর প্রেসক্লাবে দিবসটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী।
এদিকে, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
মন্তব্য করুন: