
করেসপন্ডেন্ট, গাজীপুর
কোনাবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিন।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় কোনাবাড়ী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ দমন করা সম্ভব।
মতবিনিময় সভায় কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি লাবিব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিল কোনাবাড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেজা চৌধুরী ও সহ সভাপতি বিনয় চন্দ্র সরকার ,যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন সাংগঠনিক সম্পাদক তৌফিক ইসলাম, আনন্দ টিভির কোনাবাড়ী প্রতিনিধি অজয় সরকার ঝুটন রেজাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
মন্তব্য করুন: