করেসপন্ডেন্ট, গাজীপুর
সঠিকভাবে জন্ম নিবন্ধনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুর মহানগরের ভূরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।
বৃহস্পতিবার বিকেলে ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদ আয়োজিত, বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব এবং জমি দাতা পরিবারের সদস্য আব্দুল করিম সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা গনি, কমিটির সহ-সভাপতি রাহিম সরকার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক চামেলী রানী দে, ম্যানেজিং কমিটির সদস্য লুৎফুন নাহার রুজি, দাতা পরিবারের সদস্য তাসলিমা আক্তার নিশিসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষক রাশিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক শিল্পী রানী রায়, বিলকিস আক্তারসহ বিপুল সংখ্যক অভিভাবক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্থান সংকুলান না হয় অবিলম্বে ক্লাস রুম বৃদ্ধি, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ একটি বহুতল ভবন নির্মাণসহ বিদ্যালয়ের চারপাশ বাউন্ডারি করার দাবি করেন। এ সময় সরকারের চলমান কার্যক্রমের অংশ সঠিকভাবে জন্ম নিবন্ধন, ইউনিক আইবি, বাংলা ও গনিত বিষয়ে ৩য় ও ৫ম শ্রেনীর জাতীয় মূল্যায়ন পরীক্ষা, করোনা এবং ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন: