
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান প্রমুখ।
অপরদিকে এ উপলক্ষে গাজীপুর সিটির নগর ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিটির তত্বাবধায়ক প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. আসাদুর রহমান কিরণ। আলোচনা শেষে দোয়া ও কেক কাটা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বিডিইউ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠণ নানা কর্মসূচি পালন করে।
মন্তব্য করুন: