নিখোঁজ মো. ইকরাম হোসেন |
করেসপন্ডেন্ট, গাজীপুর
মো. ইকরাম হোসেন নামের মানসিক ভারসাম্যহীন আনুমানিক ১৮ বছরের এক তরুণ গত ১১ অক্টোবর ২০২২ থেকে নিখোঁজ রয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মো. আব্দুল সাহিদের ছেলে।
নিখোঁজ মো. ইকরাম হোসেনের গায়ের রং ফর্সা, বয়স আনুমানিক ১৮ বছর, উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে ও চাপ দাড়ি আছে। নিখোঁজের সময় তার পড়নে লুঙ্গী ও গেঞ্জি ছিল।
পিতা মো. আব্দুল সাহিদ জানান, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার সকাল ৮:০০ টায়, তার ছেলে মো. ইকরাম হোসেন বাড়ির আশপাশে ঘুড়তে গিয়ে আর ফিরে আসেননি।
এ ব্যাপারে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি নং ৮৮০ (তারিখ ১৫/১০/২০২২) করা হয়েছে।
কোন সহৃদয় ব্যক্তি মো. ইকরাম হোসেনের সন্ধান পেলে তার পিতা মো. আব্দুল সাহিদের 01741573314 নম্বর মোবাইল ফোনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন: