
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর মহানগরীর টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বুধবার (১৯ অক্টোবর) রাতে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন আশিকুর রহমান (২৫), আমির হোসেন (৪৩), নাজমুল ইসলাম (৩৮) ও জাফর আলী (৩৫)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এলাকায় বিভিন্ন বাড়িওয়ালার কাছ থেকে গ্যাসলাইন কেটে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা আদায় করতেন ওই চার ব্যক্তি। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বশির হাওলাদারের বাড়িতে গিয়ে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করের। পরে বাদী জানতে পারেন, ওইদিনই বাড়িওয়ালা গিয়াস উদ্দিন আল-মামুনের কাছ থেকে ২৫ হাজার টাকা, মিজানের কাছ থেকে ১৫ হাজার, প্রদীপ দাসের কাছ থেকে ১৫ হাজার, আব্দুল মালেকের কাছ থেকে ২০ হাজার ও তৌহিদের শাশুড়ির কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করেছেন তারা।
বুধবার রাত পৌনে ৯টায় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বশির হাওলাদারের বাড়িতে গিয়ে ফের ৭০ হাজার টাকা দাবি করেন আসামিরা। খবর পেয়ে অন্য বাড়িওয়ালারা একত্রিত হয়ে চারজনকে ঘেরাও করে আটক করেন।
এ সময় মো. সাহা (৫০) ও সোহেল চৌধুরী (৩৫) পালিয়ে যান। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানার নিয়ে আসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ৯৫ হাজার টাকা আদায় করেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন বশির হাওলাদার নামের এক ব্যক্তি। ওই মামলায় আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: