
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে র্যাবের সহকারী কর্নেল পরিচয়ে প্রতারণা করায় মিজানুর রহমান (২২) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার। অভিযুক্ত মিজানুর রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে বিভিন্ন নথির শুনানি করছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার। এ সময় অভিযুক্ত ব্যক্তি র্যাবের সহকারী কর্নেল পরিচয়ে তদবির করতে আসেন। জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে অফিসের লোকজন তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করেন। পরে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার বলেন, তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
মন্তব্য করুন: