
করেসপন্ডেন্ট, গাজীপুর
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর করার চিন্তাভাবনা প্রকাশ্যে আসার পর বিষয়টির প্রতিবাদে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরে অবস্থানরত শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থীরা এই আন্দোলন করেন।
শিক্ষার্থীরা বলেন, ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও সমিতির সম্মেলনে শিক্ষামন্ত্রী চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর করার চিন্তাভাবনার কথা বলেন। ওই ঘোষণার প্রতিবাদে গাজীপুরে অবস্থানরত শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থী আজ বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমানোর যে চিন্তাভাবনা চলছে, তার বাস্তবায়ন চান না শিক্ষার্থীরা। এতে শিক্ষার অনেক ফাঁক থেকে যাবে। বহু পরীক্ষা–নিরীক্ষা ও পর্যালোচনার পর ২০০০ সালে প্রধানমন্ত্রী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর থেকে চার বছরে উন্নীত করে। তাঁরা এই অযৌক্তিক ভাবনা থেকে সরে এসে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানে চলার দাবিতে স্লোগান দেন।
পরে শিক্ষার্থীরা জয়দেবপুর–শিমুলতলী রোড বন্ধ করে ডুয়েটের সামনে থেকে শুরু করে জয়দেবপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে।
মন্তব্য করুন: