করেসপন্ডেন্ট, গাজীপুর
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সোমবার (৩ অক্টোবর) বিকালে শিববাড়ি, কালিবাড়ী, মাধব মন্দির পরিদর্শন ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পরিদর্শন সময় ছাত্রলীগ নেতা নাহিদ মোড়ল, স্বেচ্ছাসেবক সাইফুল্যাহ শাওনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: