করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর সিটি কররপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বলেন, ‘গাজীপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দিয়েছেন। এজন্য তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কোনাবাড়ি আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না, তিনি সবার জন্য কাজ করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের কোনো বিকল্প নেই।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্তার প্রতীক। তাই আমার অনুরোধ গাজীপুরে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টার। সঞ্চালক ছিলেন মো. আনিসুর রহমান মাস্টার। আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার। এছাড়া কোনাবাড়ি থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি কররপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বলেন, ‘গাজীপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দিয়েছেন। এজন্য তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কোনাবাড়ি আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না, তিনি সবার জন্য কাজ করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের কোনো বিকল্প নেই।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্তার প্রতীক। তাই আমার অনুরোধ গাজীপুরে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টার। সঞ্চালক ছিলেন মো. আনিসুর রহমান মাস্টার। আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার। এছাড়া কোনাবাড়ি থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: