করেসপন্ডেন্ট, গাজীপুর
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনে অংশ নেওয়ায় গাজীপুরের ৩০ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
শুক্রবার (১২ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে কারণ দর্শানোর চিঠি ওই নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনও নির্বাচনে অংশ নিবে না। অথচ দলের একজন সদস্য হয়ে আপনি ব্যক্তি স্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিঠি পাওয়া নেতাকর্মীরা হলেন- বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মুসা চৌধুরী, মেট্রো থানা বিএনপির সদস্য রফিকুল রাতা, মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপির সদস্য জিএস মনির, মহানগর মহিলা দলের সদস্য ফিরোজা বেগম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাসিনা মমতাজ, গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, পূবাইল মেট্রো থানা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম বিকি, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম, তানভীর আহমেদ, সুলতান, আবুল হাসেম, সেলিম হোসেন, ফারুক হোসেন খান, কেয়া শারমিন, খন্দকার নুরুন নাহার, আউয়াল সরকার, মোবারক হোসেন মিলন, সবদের হোসেন, শিপু খান, শাহীন আলম, শহীদ, মজিবর সরকার, খাইরুল আলম, হাসান আজমল ভুঁইয়া, বাবু চৌধুরী, আনোয়ার সরকার, শেখ আলেক ও ফয়সাল সরকার।
গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে ৩০ জনকে আলাদা আলাদা চিঠি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।’
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনে অংশ নেওয়ায় গাজীপুরের ৩০ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
শুক্রবার (১২ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে কারণ দর্শানোর চিঠি ওই নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনও নির্বাচনে অংশ নিবে না। অথচ দলের একজন সদস্য হয়ে আপনি ব্যক্তি স্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিঠি পাওয়া নেতাকর্মীরা হলেন- বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মুসা চৌধুরী, মেট্রো থানা বিএনপির সদস্য রফিকুল রাতা, মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপির সদস্য জিএস মনির, মহানগর মহিলা দলের সদস্য ফিরোজা বেগম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাসিনা মমতাজ, গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, পূবাইল মেট্রো থানা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম বিকি, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলম, তানভীর আহমেদ, সুলতান, আবুল হাসেম, সেলিম হোসেন, ফারুক হোসেন খান, কেয়া শারমিন, খন্দকার নুরুন নাহার, আউয়াল সরকার, মোবারক হোসেন মিলন, সবদের হোসেন, শিপু খান, শাহীন আলম, শহীদ, মজিবর সরকার, খাইরুল আলম, হাসান আজমল ভুঁইয়া, বাবু চৌধুরী, আনোয়ার সরকার, শেখ আলেক ও ফয়সাল সরকার।
গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে ৩০ জনকে আলাদা আলাদা চিঠি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।’
মন্তব্য করুন: