
করেসপন্ডেন্ট, গাজীপুর
কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র এ প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরে গাজীপুর মহানগর পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়।
জানা যায়, সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় গাজীপুর মহানগর পুলিশ সদর দফতর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জিএমপির কমিশনার মোল্যা নজরুল ইসলাম। এতে মহানগরীর গণ্যমাণ্য নাগরিক, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, জিএমপির কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিএমপি কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক এবং স্টাইলিশ গার্মেন্টসের স্বত্তাধিকারী সালাউদ্দিন আহমেদ চৌধুরী।
আলোচনা সভায় জিএমপি কমিশনার বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং ও ছিনতাই দূরে করতে কমিউনিটি পুলিশের ভূমিকা অপরিহার্য। তিনি অপরাধ দূরীকরণে গাজীপুরবাসীর মধ্যে ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং ছাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এবং কমিউনিটি পুলিশিং মেম্বারদের (সিপিএম) মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবীগণ,নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়গণ ও জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
মন্তব্য করুন: