ডুয়েট এবং ওয়ালটন গ্রুপের মধ্যে পারস্পরিক গবেষণা সহযোগিতার লক্ষ্যে এমওইউ স্বাক্ষর। |
করেসপন্ডেন্ট, গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং ওয়ালটন গ্রুপের মধ্যে পারস্পরিক গবেষণা সহযোগিতার লক্ষ্যে এমওইউ স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ডুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ওয়ালটন গ্রুপের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি. এর সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে প্রযুক্তিপণ্যের তাত্তি¡ক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে দেশের চাহিদা অনুযায়ী নতুন নতুন আবিষ্কারের দিগন্ত উন্মোচন করতে পারবেন।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ডুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তাপস কুমার মজুমদার এই এমওইউ স্বাক্ষর করেন। পরে ওয়ালটন গ্রুপের প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপাচার্য বলেন, সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের এমওইউ (গড়ট) স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ডুয়েট ও ওয়ালটন গ্রুপের মধ্যে এমওইউ (গড়ট) স্বাক্ষরের মাধ্যমে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজে লাগে এমন গবেষণা সম্পন্ন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ডুয়েট অংশীদার হতে পারবে। আমরা আশা করছি, এই চুক্তির ফলে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং ওয়ালটন গ্রুপ আরো সামনের দিকে এগিয়ে যাবে। ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তাপস কুমার মজুমদার এই এমওইউ স্বাক্ষরে আনন্দ প্রকাশ করে জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান শেষে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সঙ্গে ওয়ালটন গ্রুপের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। |
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক, কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রুমা এবং ওয়ালটন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলমগীর আলম সরকার। এ সময় ওয়ালটন গ্রুপের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: