
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরের রোডে চলাচলকারী সব সিএনজি অটো রিকশায় মেরুন রঙ করার নির্দেশনা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার(১৬ নভেম্বর) সিএনজি অটো রিকশা চালক ও মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন।
উপ-পুলিশ কমিশনার উপস্থিত সিএনজি অটো রিকশা চালক ও মালিকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা কথা শোনেন। পরে তিনি সবাইকে ৩০ নভেম্বরের মধ্যে ফিটনেসে বর্নিত সিএনজি অটো রিকশায় মেরুন রঙ করানোর নির্দেশ দেন। এছাড়াও সব গাড়ির কাগজ আপডেট রাখা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য নির্দেশনা ও ট্রাফিক আইন মেনে রাস্তায় চলার পরামর্শ প্রদান করেন।
তিনি আরও বলেন, সিএনজি অটো রিকশার যাত্রী সিটের সামনে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, মালিকের নাম, মালিকের মোবাইল নম্বর, চালকের নাম, চালকের মোবাইল নম্বর, জিএমপি ট্রাফিক কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০-০৭১২৯৮, জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ তথ্যসহ সাইনবোর্ড লাগানোর পরামর্শ দেন। এছাড়াও মহাসড়কে ইজিবাইক, অটোরিক্সার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর জোন) ফাহিম আসজাদ, এসি (ট্রাফিক এডমিন) মো. নজরুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টররা।
মন্তব্য করুন: