
করেসপন্ডেন্ট, গাজীপুর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, অস্বচ্ছল ও অসহায় শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা ভাতা চালুর উদ্যোগ নিয়েছি। সারাদেশে এসব শিক্ষার্থী বাছাই করে তাদের মধ্যে এ ভাতা প্রদান করা হবে।
বুধবার বিকেলে প্রতিমন্ত্রী গাজীপুর জেলার আর্থিকভাবে অস্বচ্ছল, আহত, অসমর্থ ও দু:স্থ ক্রীড়াবিদ/ ক্রীড়া সেবীদের এককালীণ ও করোনাকালীণ বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংষ্থার আয়োজনে ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
এসময় অন্যদের মধ্যে ফাউন্ডেশনের সচিব কৃষ্ণান্ধু সাহা, গাজীপুরের এনডিসি আব্দুল্লাহ আল নূর, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাজীপুর জেলার অচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের প্রতিজনকে (মাসিক ২হাজার টাকা করে) এক বছরের ২৪হাজার টাকা করে ৬০জনকে ১৪ লাখ ৪০ হাজার টাকা এবং করোনাকালীণ বিশেষ আর্থিক অনুদান হিসেবে ৯৫জন ক্রীড়াবিদ/ ক্রীড়া সেবীদের (প্রত্যেককে ৫হাজার টাকা করে) ৪লাখ ৭৫হাজার টাকার (অনুদানের) চেক বিতরণ করেছেন। অনুষ্ঠানে মোট ১৫৫জনকে মোট ১৯লাখ ১৫হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, করোনাকালীণ বিশেষ আর্থিক অনুদান হিসেবে সারা দেশে ৫হাজার টাকা করে ৭হাজার ৭০০জনকে এবং পাশপাশি অচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের এককালীণ ২৪হাজার টাকা করে ১হাজার ৩৫০জনকে দিতে সমর্থ হয়েছি। এবছর শুধু এ ফাউন্ডেশন থেকে সারা দেশে ক্রীড়াবিদ/ ক্রীড়া সেবীদের বরাদ্দ দিয়েছি আট কোটি ২০লক্ষ টাকা।
মন্তব্য করুন: