করেসপন্ডেন্ট, গাজীপুর
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ ছিল সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতির বাংলাদেশ। সেই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন তিনি। কিন্তু সেই বিএনপি আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। বাংলাদেশ পাকিস্তান বানাতে চায়। তারা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। গতকাল শুক্রবার গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রতিটি ভোটারকে কেন্দ্রমুখী করতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের আজ ভাগ্যের পরিবর্তন হয়েছে। তার এই উন্নয়ন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। বলতে হবে- নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিনয়ের সহিত অনুরোধ করতে হবে- যাতে তারা ভোটকেন্দ্রে যায় এবং নৌকায় ভোট দেয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ ছিল সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতির বাংলাদেশ। সেই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন তিনি। কিন্তু সেই বিএনপি আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। বাংলাদেশ পাকিস্তান বানাতে চায়। তারা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। গতকাল শুক্রবার গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রতিটি ভোটারকে কেন্দ্রমুখী করতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের আজ ভাগ্যের পরিবর্তন হয়েছে। তার এই উন্নয়ন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। বলতে হবে- নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিনয়ের সহিত অনুরোধ করতে হবে- যাতে তারা ভোটকেন্দ্রে যায় এবং নৌকায় ভোট দেয়।
২৫ তারিখ নৌকার বিজয় নিশ্চিত উল্লেখ করে দলটির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। অপপ্রচার ও মিথ্যাচার চালানো হচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে। প্রতিটি মানুষকে কেন্দ্রমুখী করতে হবে। তাহলে আগামী ২৫ তারিখে গাজীপুর সিটিতে নৌকার বিজয় নিশ্চিত হবে।
মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের সঞ্চালনায় গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন রিপন, তরুণ নেতা রকিব সরকার প্রমুখ।
মন্তব্য করুন: