প্রকৌশলী দেলোয়ার হোসেন |
করেসপন্ডেন্ট, ঢাকা
গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যা মামলাটি আবার তদন্তে যাবে কি না তা জানা যাবে ৩০ নভেম্বর। রোববার তদন্তের বিষয়ে শুনানি শেষে আদেশের এ দিন ঠিক করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম।
গত ২৭ জুলাই বাদীপক্ষের আইনজীবী কাওছার আহমেদ মামলাটি পুনরায় তদন্ত চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার পরিদর্শক শেখ মফিজুল ইসলাম বিশেষ মহল দ্বারা প্রভাবিত হয়ে বাদীর সঙ্গে আলাপ-আলোচনা না করে মামলাটির অভিযোগপত্র দিয়েছেন। বাদী মোছা. খোদেজা আক্তারকে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে আসামি না করতে হুমকিও দেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা সে বিষয়ে বাদীর কাছ থেকে বিস্তারিত শোনেননি। এজন্য মামলাটি আবার তদন্তের আবেদন করেন তিনি।
ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার সাইদুল ইসলাম জানান, কয়েকদফা শুনানি পিছিয়ে রোববার এ বিষয়ে শুনানি হয়। পরে আদালত ৩০ নভেম্বর এ বিষয়ে আদেশের দিন ঠিক করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জোনের প্রকৌশলী ছিলেন দেলোয়ার হোসেন। ২০২০ সালের ১১ মে মিরপুরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ওই দিন বেলা সাড়ে ৩টার দিকে উত্তরার ১৭ নম্বরের ৫ নম্বর ব্রিজের পশ্চিমে একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী খোদেজা বেগম ১২ মে তুরাগ থানায় হত্যা মামলা করেন।
গত ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার পরিদর্শক শেখ মফিজুল ইসলাম তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।
অভিযুক্তরা হলেন- প্রকৌশলী মো. সেলিম ওরফে আনিছ হাওলাদার (৪১), ভাড়াটে সন্ত্রাসী হেলাল হাওলাদার শাহিন (৪৫) ও মাইক্রোবাসের চালক হাবিবুর রহমান খান (৩৫)।
মন্তব্য করুন: