করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে সালনা হাবিবুল্লাহ ময়দানে শনিবার বিকেলে শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ভাওয়াল মির্জাপুর একাদশ, উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শামসুন্নাহার ভুঁইয়া এমপি, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভীন, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার শেখ মোঃ আসলাম,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন সরকার রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার প্রমুখ।
ভাওয়াল মির্জাপুর একাদশ ও উত্তরা ফ্রেন্ডস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত চূড়ান্ত ওই খেলায় ভাওয়াল মির্জাপুর একাদশ ১-০ গোলে জয়ী হয়।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান। তিনি খেলাটি উদ্বোধনও করেন।
মন্তব্য করুন: