করেসপন্ডেন্ট, গাজীপুর
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও দেশ বরেণ্য আবৃত্তিকার হাসান আরিফের এক স্মরণসভা, দোয়া ও ইফতার মহফিল শনিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর শাখার আয়োজনে সংগঠনের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম, কবি আবু নাসের খান তপন, মিজানুর রহমান মজনু, ইসরাত কাকলী, সৈয়দা নাজমা বেগম, খোরশেদ আলম রুবেল, উদয় সিদ্দিকী, নাদিম মোড়ল, ও খন্দকার রফিক প্রমুখ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাচিক শিল্পী জাহিদ হোসেন সোহেল প্রয়াত হাসান অরিফ এর স্মরণে আবৃত্তি করেন।
প্রসঙ্গতঃ গত ৮ এপ্রিল শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে হাসান আরিফ ৫৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসান আরিফ দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। তাঁর জন্ম ১৯৬৫ সালে। আশির দশক থেকে আবৃত্তি চর্চায় যুক্ত হন তিনি। সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক।
মন্তব্য করুন: