![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQuZFl7Ya_d8PCYYWTJlsuYHydC_8ZMucWC4NVEMGy6mKSjRnEu_-Ke5HpfolzHWWSHJQeLVcAY60A6A8ToCO3scOvUlLkbgeaYPG5aLbgHfpi0jpe5VZ8EeEGcWHH9Sw2XxEjYMw9rKUzJ9EYMbQgGUWiSPK4nMLjHiTjtyTV9VGUrzNAKKQyhwwY/s16000-rw/gazipur-01.jpg)
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা , দোয়া ও ইফতার মাহফিল রবিবার (২৪ এপ্রিল ২০২২) ক্লাব ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1wjoMUy4HPNi4zqaOKLGP07dUZzORqQS5USF9hMIaBlnFzhR6wScQiCBo_0qs7PCCY1956CmtgCXpBV8qNz3fqlCPMOKbhmEidU93TubtPhFHqmpGV5R1VSnsZuHLk7uu1t-IFo0N9GTTQAZwVvZtTZFt889j3V9yydCR6mGPTc7qhFCORJ5xa4Ic/s16000-rw/gazipur-02.jpg)
ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন-বীর মুক্তিযেদ্ধা মো. হাতেম আলী, ক্লাবের সহ সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মীর মো. ফারুক, নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন আহাম্মদ, এম এ ফরিদ প্রমুখ।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPm5GsMJmSFZJlFTTclrH2UKS2Q1f3hpfI8og9FSpbSTLye4afDMFPnv5wipbMH6TsHbk2d27VldD3FrKtuq7C5bIlfVbu7qavtSKLngdIuSe49bGsp_2MUJPeO4GBn8-8ZoQ-cbUj9g9tv7gZqGrRT261Tf4h938iESsJ5jdJpBICK2cHESoFXTj2/s16000-rw/gazipur-03.jpg)
অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্য ও সহয়োগী সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ক্লাবের সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন: