করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরের প্রহলাদপুরে যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল ২০২২) নানাইয়া স্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রহলাদপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নুরুল হক আকন।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক শামীম শেখের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক থোকন বেপারী ও শাখাওয়াত হোসেন রেজার সঞ্চালনায় বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা শামীম শেখ বলেন, ইফতার উপলক্ষে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও ইফতার করে সকলেই আনন্দিত। সবসময় যুবলীগের সকল ইউনিট ঐক্যবদ্ধ।
প্রধান অতিথি নুরুল হক আকন আওয়ামী লীগ, যুবলীগের পক্ষ থেকে সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা ও ঈদের আগাম শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন: