আজ বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কোনাবাড়ীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। |
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুন বাজার এলাকায় উড়ালসড়কের ওপর প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই ২০২২) বেলা সাডে় ১১টার দিকে কোনাবাড়ী উড়ালসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মরিচা এলাকার মোঃ আয়নাল শেখের ছেলে রাজু শেখ (২৫), নীলফামারী সদর থানার রাবেরতল এলাকার মোঃ রহিম আলীর ছেলে শাহিনুর রহমান (৩০) ও বরগুনার বেতাগী থানার বেতাগী এলাকার মোঃ সেলিম মৃধার ছেলে শামীম মৃধা (৩০)। আহত শিশু রাইছা আক্তার (আড়াই বছর)। সে নিহত রাজুর মেযে়।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাডি় এলাকায় বাসা ভাড়া থাকতো হতাহতরা। বেলা সাডে় ১১টার দিকে একটি মোটরসাইকেলযোগে শাহিনুর, শামীম, রাজু ও রাইছা ৪জন বাইমাইল এলাকায় রাজুর বাবার বাসায় মাংস নিযে় যাচ্ছিল। একপর্যাযে় তাদের মোটরসাইকেলটি উল্টো পথে কোনাবাড়ী উড়ালসড়কের ওপর উঠে। এসময় কোনাবাড়ী নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাজু ও তার মেযে় রাইছা মোটরসাইকেল থেকে ছিটকে ফ্লাইওভারের উপরে পডে় যায়। এদিকে শাহিনুর ও শামীম উড়ালসড়কের ওপর থেকে ছিটকে উড়ালসড়কের নিচে পডে় যায়। এতে তারা ৪জন গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিযে় গেলে রাজু, শাহিনুর ও শামীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে আহত শিশু রাইছাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হযে়ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ হোসেন জানান, মোটরসাইকেলটি উল্টো দিক থেকে আসছিল নাকি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহত ব্যক্তির সবাই একই মোটরসাইকেলের যাত্রী ছিলেন। কারের চালককে আটক করা হয়েছে। তিনিও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন: