জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম |
করেসপন্ডেন্ট, গাজীপুর
জনবান্ধব পুলিশ তৈরি করে সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যাতে করে জনবান্ধব পুলিশ হয়, সেই চেষ্টা করবো। আমি যে কয় দিনই থাকি না কেন, জনবান্ধব পুলিশ তৈরি করে সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেবো। পুলিশের একার পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।’
বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেড কোয়ার্টাসের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সাংবাদিকরা শহরের যানজট, মাদক, সন্ত্রাস, মহাসড়কে তেলচুরী, ফুটপাত দখল ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘গাজীপুরে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক এবং মহাসড়কে অবৈধ যানবাহনসহ সব অন্যায়ের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। ওরা থাকবে, না হয় আমি থাকবো। আইনের যত কঠিন প্রয়োগ আছে, সবটুকুই তাদের জন্য করা হবে। কাজ হবে স্বচ্ছতার সঙ্গে। আমি কাজ করতে চাই, আমি কাজে বিশ্বাসী।’
পুলিশ কমিশনার টিম ওয়ার্কের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সভাপতি মুজিবুর রহমান, টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আমিন, সাংবাদিক আবুল হোসেন, প্রমুখ।
মতনিময় সভায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ খান, উপ কমিশনার জাকির হাসান, মোহাম্মদ ইলতুৎমিশ, আবদুল্লাহ আল মামুনসহ গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (১৩ জুলাই) মোল্যা নজরুল ইসলাম বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরের কাছ থেকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
মোল্যা নজরুল ইসলাম ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় ২২ বছরের চাকরিজীবনে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। সাহসী এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ একাধিকবার তিনি পুলিশের সর্বোচ্চ পদকে ভূষিত হয়েছেন।
মোল্যা নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দেওয়া মোল্যা নজরুল ইসলাম বিশ্বের বিভিন্ন দেশে অপরাধ দমনের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
মোল্যা নজরুল ইসলামের জন্ম নড়াইলে। বাবা মৃত মো. হাশেম মোল্যা এবং মা রেনু হাশেমের ছয় সন্তানের মধ্যে তিনি ছেলেদের মধ্যে জ্যেষ্ঠ। মোল্যা নজরুল ইসলামের সহধর্মিণী শারমিন আক্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন যুগ্ম-পরিচালক।
চলতি বছর ৩০ জুন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়ায় সম্প্রতি মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: