করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে নিরাপদ অভিবাসন, রিক্রুটিং এজেন্ট লাইসেন্স, আচরণ ও শ্রেণীবিভাগ বিধিমালা বিষয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক প্রতিষ্ঠানের উপ-সচিব আব্দুস সালাম।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: নাসরীন পারভীন সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট রিনা পারভিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাদী শামীম, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাংবাদিক আসাদুজ্জামান স্বাদ প্রমুখ।
সভায় গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পদক খায়রুল ইসলাম ও ইকবাল আহাম্মদ সরকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: