
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর কম্পিউটার সমিতির বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের প্রকৌশলী ভবনের হল রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর কিম্পউটার সমিতির সভাপতি মো: মাসুদ সরকার। সাধারণ সভা শুরুর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমদানিকৃত কম্পিউটার সামগ্রীর সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) আগামী ৯০ দিনের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানান বিসিএস নেতৃবৃন্দ। সভায় প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
গাজীপুর কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিয়ারত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ সভাপতি রাশেদ আলী ভ‚ইয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভ‚ইয়া, নজরুল ইসলাম হেলালী, জহিরুল ইসলাম প্রমুখ। গাজীপুর কম্পিউটার সিমিতি এক সাধারণ সভার মাধ্যমে গত বছর ৮২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। গতকালের সভায় সকলে উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মত সিদ্ধান্তে চলমান কমিটির মেয়াদ আরো ২ বছর বৃদ্ধি করা হয়।
বক্তারা জানান, কম্পিউটার ব্যবসায়িদের এই ব্যবসায় নানান সমস্যার কাথার সুত্র ধরে জানান, আগামী ৯০ দিনের মধে আমদানি কারকদের প্রতিটি কম্পিউটার পণ্যের এম.আর.পি বাস্তবান করা হবে, বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের সকল ব্যবসায়িদের স্বার্থে এই কাজটি করতে ইতোমধ্যেই আমাদানি কারকদের সাথে আলোচনা করে একমত হয়েছে। এ সময় তারা গাজীপুরের ব্যবসায়িদেরও বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য হওয়ার আহবান জানান।
মন্তব্য করুন: