করেসপন্ডেন্ট, গাজীপুর
বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গাজীপুর সিটি করপোরেশনের ’নো সার্ভিস নো পে’ প্রকল্পে নিয়োগকৃত ২২৮জন কর্মচারী মেয়াদ শেষ হলেও অবৈধভাবে তাদের এক বছর বেতন ভাতা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ বলেন, ২০১৯ সালের ৩ অক্টোবর নিয়োগ কমিটির সুপারিশক্রমে এক বছরের মেয়াদে ২২৮জনের ’নো সার্ভিস নো পে’ প্রকল্পে নিয়োগে সুপারিশ করা হয়। সুপারিশ পত্রে তৎকালীন গাজীপুর সিটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর রয়েছে। তাতে তাদের চাকুরির মেয়াদ উল্লেখ করা হয়েছে ২০২০সালের ২অক্টোবর পর্যন্ত। কিন্তু তাদের মেয়াদ আর না বাড়লেও স্ব স্ব পদে বহাল থেকে তারা ২০২১ সালের অক্টোবর পর্যন্ত বেতন ভাতা নিয়েছেন। সম্প্রতি ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণের কাছে বিষয়টি ধরা পড়লে সোববার তিনি তাদের কাজে না আসতে মৌখিক নির্দেশ দেন। এ ব্যাপারে সিটি করপোরেশনের সিদ্ধান্তমতে নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।
সিটির আঞ্চলিক কার্যালয়-৪-এ চাকুরীচুত্য কম্পিউটার অপারেটর মেহেদী হাসান জানান, “২০১৯ সালে সাবেক মেয়রের কাছে চাকুরির জন্য জীবনবৃত্তান্ত জমা দেই। এর ১০/১২দিন পর চাকুরিতে যোগ দেয়ার টেলিফোন পাই। পরে সিটির গাছা আঞ্চলিক কার্যালয়ে রাজস্ব শাখায় কাজে যোগ দেই। এর মাস খানেক পরে আমাকে নগর ভবনের আঞ্চলিক কার্যালয়-৪-এ কম্পিউটার অপরেটর হিসেবে কাজ দেয়া হয়। সেই থেকে সোমবার পর্যন্ত সেখানে কাজ করছি। চাকুরি শুরুতে বেতন ১২হাজার চারশ দেয়া হলেও পরবর্তীতে তা বেড়ে হয়েছে ১৩হাজার ৮০০টাকা। শুরুর দিকে দুই মাস বেতনের টাকা নগদ দেয়া হলেও পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন পরিশোধ করা হয়। চাকুরি শুরু করলেও আমাদের কোন নিয়োগপত্র দেয়া হয়নি। মৌখিক নির্দেশে কাজ শুরু করি। সোমবার হঠাৎ করে নগর ভবন ও আঞ্চলিক কার্যায়ে আমার মতো ২২৮জন কর্মচারীকে অফিসে কাজ করতে ও হাজিরায় স্বাক্ষর ও কাজ করতে নিষেধ করা হয়েছে।”
এ খবর শোনার পর এসব কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেয়া দেয়। পরে মেয়রের কাছে এর কারণ জানতে চাইলে তিনি তাদের চাকুরির মেয়াদ এক বছর ছিল বলে জানান। এ নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গাসিকের হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, মেয়াদ পার হওয়ার এক বছর পরে তাদের কে কত টাকা বেতন ভাতা নিয়েছেন তার হিসেব বের করতে সিটির সচিব তাকে নির্দেশ দিয়েছেন। আগামি দিন দুয়েকের মধ্যে এ হিসাব দেয়া সম্ভব হবে বলেন তিনি।
সর্বাধিক পঠিত$type=one$s=0$rm=0$show=home
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
- অভিবাসন
- অর্থ ও বাণিজ্য
- আইন ও অপরাধ
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইটালি
- ইতালি
- এভিয়েশন
- কক্সবাজার
- কলকাতা
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুয়েত
- কৃষি
- ক্যালিফোর্নিয়া
- খাগড়াছড়ি
- খাদ্য
- খেলা
- গণমাধ্যম
- গাজীপুর
- গোপালগঞ্জ
- জাতীয়
- জাপান
- জীবনধারা
- ঢাকা
- ঢাবি
- দরকারি তথ্য
- দিনাজপুর
- নরসিংদী
- নিউইয়র্ক
- নিউজিল্যান্ড
- পরিবহণ
- পরিবেশ
- পোশাক শিল্প
- প্রযুক্তি
- ফিনল্যান্ড
- ফেনী
- বাংলাদেশ
- বিচিত্র
- বিজ্ঞান
- বিনোদন
- বিশেষ প্রতিবেদন
- ব্যাংকিং
- ভারত
- ভেনেজুয়েলা
- ভ্রমণ
- মতামত
- মানিকগঞ্জ
- মালয়েশিয়া
- মিয়ানমার
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- যোগযোগ
- রাজনীতি
- লক্ষ্মীপুর
- লিবিয়া
- শিক্ষা
- শ্রীলঙ্কা
- সংযুক্ত আরব আমিরাত
- সারাদেশ
- সিরাজগঞ্জ
- সৌদি আরব
- স্পেন
- স্বাস্থ্য
মন্তব্য করুন: