করেসপন্ডেন্ট, ঢাকা
দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ সোমবার (০৯ সেপ্টেম্বর, ২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট, ২০২৪ এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছিল। ওইসব জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন ডিসিদের মধ্যে ১৫ জন ২৪তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বলে জানা গেছে।
পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও ডিসি পরিবর্তন করা হবে।
মন্তব্য করুন: