বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান, হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। ছবি: সংগৃহীত |
এনএনবি, ঢাকা
কোটাসংস্কার আন্দোলন চলাকালীন সহিংসতায় দেশের বিভিন্ন জায়গায় গত ১৬ জুলাই ছয় জন নিহতের ঘটনা তদন্তে কার্যক্রম শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। একইসাথে গত ৫ থেকে ১৬ জুলাই সারাদেশে সংঘটিত সহিংসতার ঘটনাও তদন্ত করছে কমিশন।
আগামী এক মাসের মধ্যে সরকারের কাছে এই কমিশন এসব ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনের প্রধান হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
তদন্তের কর্মপন্থা নির্ধারণ নিয়ে বুধবার (২৪ জুলাই, ২০২৪) সুপ্রিম কোর্টের মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এই বিষয়ে সাংবাদিকদের জানান।
তথ্য-প্রমাণ কীভাবে সংগ্রহ করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিলীরুজ্জামান জানান, 'বিভিন্ন নাগরিকদের কাছে খুব শিগগিরই গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যেসব তথ্যাদি আছে – সেগুলো আমাদের কাছে পাঠানোর আহ্বান করবো। কী কী তথ্য চাওয়া হবে, সেটি গণবিজ্ঞপ্তির মাধ্যম জানানো হবে। আর কমিশনের দৈনন্দিন কার্যক্রম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।'
তিনি আরো বলেন, 'গত ১৬ জুলাই এই ছয় জন ব্যক্তি নিহতের কারণ উদঘাটন, ওনাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ৫ থেকে ১৬ জুলাই সংঘটিত অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য-প্রমাণাদি ডাকযোগে, ইমেইলের মাধ্যমে দিতে পারবেন। ইতোমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে বুধবার কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো।'
এসময় এক প্রশ্নের জবাবে বিচারপতি দিলীরুজ্জামান বলেন,'আমার কাছে সরকারের যে প্রজ্ঞাপন রয়েছে, সেটি অনুযায়ী শুধু ওই ৬ জন নিহত এবং ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সহিংসতার ঘটনা করতে পারব।'
তিনি বলেন, এই প্রজ্ঞাপনটি হয়েছে গত ১৮ জুলাই, যেহেতু এই প্রজ্ঞাপনের পরেও বেশকিছু ঘটনা ঘটেছে। কিন্তু সে বিষয়ে আমাকে কোনো এখতিয়ার দেয়া হয়নি।
কমিশন ঘটনাস্থলগুলো পরিদর্শনে যাবে কিনা– জানতে চাইলে কমিশনের প্রধান বলেন, 'পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই, সবকিছু একটু গুছিয়ে নিয়ে– আমরা ঘটনার বিভিন্ন স্থান পরিদর্শন করব।'
কোটাসংস্কার আন্দোলন চলাকালীন সহিংসতায় দেশের বিভিন্ন জায়গায় গত ১৬ জুলাই ছয় জন নিহতের ঘটনা তদন্তে কার্যক্রম শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। একইসাথে গত ৫ থেকে ১৬ জুলাই সারাদেশে সংঘটিত সহিংসতার ঘটনাও তদন্ত করছে কমিশন।
আগামী এক মাসের মধ্যে সরকারের কাছে এই কমিশন এসব ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনের প্রধান হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
তদন্তের কর্মপন্থা নির্ধারণ নিয়ে বুধবার (২৪ জুলাই, ২০২৪) সুপ্রিম কোর্টের মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এই বিষয়ে সাংবাদিকদের জানান।
তথ্য-প্রমাণ কীভাবে সংগ্রহ করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিলীরুজ্জামান জানান, 'বিভিন্ন নাগরিকদের কাছে খুব শিগগিরই গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যেসব তথ্যাদি আছে – সেগুলো আমাদের কাছে পাঠানোর আহ্বান করবো। কী কী তথ্য চাওয়া হবে, সেটি গণবিজ্ঞপ্তির মাধ্যম জানানো হবে। আর কমিশনের দৈনন্দিন কার্যক্রম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।'
তিনি আরো বলেন, 'গত ১৬ জুলাই এই ছয় জন ব্যক্তি নিহতের কারণ উদঘাটন, ওনাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ৫ থেকে ১৬ জুলাই সংঘটিত অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য-প্রমাণাদি ডাকযোগে, ইমেইলের মাধ্যমে দিতে পারবেন। ইতোমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে বুধবার কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো।'
এসময় এক প্রশ্নের জবাবে বিচারপতি দিলীরুজ্জামান বলেন,'আমার কাছে সরকারের যে প্রজ্ঞাপন রয়েছে, সেটি অনুযায়ী শুধু ওই ৬ জন নিহত এবং ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সহিংসতার ঘটনা করতে পারব।'
তিনি বলেন, এই প্রজ্ঞাপনটি হয়েছে গত ১৮ জুলাই, যেহেতু এই প্রজ্ঞাপনের পরেও বেশকিছু ঘটনা ঘটেছে। কিন্তু সে বিষয়ে আমাকে কোনো এখতিয়ার দেয়া হয়নি।
কমিশন ঘটনাস্থলগুলো পরিদর্শনে যাবে কিনা– জানতে চাইলে কমিশনের প্রধান বলেন, 'পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই, সবকিছু একটু গুছিয়ে নিয়ে– আমরা ঘটনার বিভিন্ন স্থান পরিদর্শন করব।'
মন্তব্য করুন: