করেসপন্ডেন্ট, গাজীপুর
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু যদি দেশে ফেরত না আসতেন তাহলে মুক্তিযোদ্ধাদের কাছে যেসব অন্ত্র ছিল এই অস্ত্র আমরা অন্য কারো কাছে সমর্পণ করতাম না। বঙ্গবন্ধু দেশে ফেরত এসেছিলেন বলেই আমাদের অস্ত্র আমরা জমা দিয়েছিলাম।
বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন্নাহার ভুইয়া এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু প্রমুখ।
আনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম শফিউল আজম, স্থানীয় সরকার বিভাগ, গাজীপুরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আতাউল্লাহ মন্ডল, বাসন থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এ সময়ে তারা এ দেশের জন্য কি করেছে? শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করার প্রস্তুতি নিয়েছি। সংসদ নির্বাচনের পর রাস্তা, ঘাট ব্রিজ, কালভার্ট ও বিভিন্ন সরকারি স্থাপনা বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য আমরা ইতোমধ্যেই ডিসি ও ইউএনওদের নির্দেশ দিয়েছি।
অনুষ্ঠানে গাজীপুর সিটির সহস্রাধিক শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেয়া হয়েছে।
মন্তব্য করুন: