স্পেশাল করেসপন্ডেন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি আসনে ভোটার বেড়েছে ১লাখ ৯৬ হাজার ৭৬০টি। তাদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটার সংখ্যার চেয়ে বৃদ্ধি পেয়েছে সোয়া ৭শতাংশ।
বৃহস্পতিবার গাজীপুরে নির্বাচন তফসিল সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়বেসাইট থেকে জানা যাবে।
গাজীপুর জেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ২৬লাখ ১৩ হাজার ৬২৯জন ভোটারের জন্য ৯৩৫টি কেন্দ্র এবং বুথ সংখ্যা (ভোট কক্ষ) ৫হাজার ৫৬৮টি নির্ধারণ করা হয়েছে।
এবার ভোটারদের মধ্যে ১৩ লাখ ৯ হাজার ৯১৯ জন পুরুষ ভোটার এবং ১৩ লাখ ৩হাজার ৭১০জন মহিলা ভোটার রয়েছে। একাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪লাখ ১৬হাজার ৮৬৯। তাদের জন্য ভোট কেন্দ্র ৯২২টি এবং বুথ সংখ্যা ছিল ৪হাজার ৫৪১টি।
একাদশে পুরুষ ভোটার ছিল ১২লক্ষ ১৪ হাজার ৯৫৫ এবং মহিলা ভোটার ছিল ১২লক্ষ ১হাজার ৯১৪টি। এ পরিসংখ্যান থেকে দেখা যায় দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বেড়েছে ১লাখ ৯৬ হাজার ৭৬০টি। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে ৯৪হাজার ৯৬৪ এবং মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে ১লাখ ১হাজার ৭৯৬টি।
সহকারি রিটার্নিং কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার গাজীপুরে ২৬জন হিজড়াও ভোটার রয়েছেন তাদের মধ্যে গাজীপুর-১ আসনে ১২জন, গাজীপুর-২ আসনে ৭জন, গাজীপুর-৩ আসনে ৫জন এবং গাজীপুর-৫ আসনে ২জন হিজড়া ভোটার রয়েছেন। তবে তাদের বিভিন্ন আসনে মহিলা ভোটারদের সঙ্গে যোগ করে গণণা করা হয়েছে।
গাজীপুর পাঁচটি আসনে সর্বাধিক ভোটার সংখ্যা হলো গাজীপুর-২ নং আসনে, যার সংখ্যা হলো-৭লাখ ৭৮হাজার ৯৯০জন এবং সবচেয়ে কম ভোটার সংখ্যা হলো গাজীপুর ৪ আসনে। সেখানে মোট ভোটার সংখ্যা হলো ৩লাখ ১০হাজার ৭৪৭টি। এছাড়া গাজীপুর-৩ ও ৪ নং আসনে মহিলা ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে বেশি রয়েছে।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান, গাজীপুরে পাঁচটি আসন রয়েছে। গাজীপুর-১ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৬লাখ ৯৫হাজার ৮৫২, কেন্দ্র সংখ্যা হলো ২৩৭টি, বুথ সংখ্যা হলো ১৫১২টি। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৬ হাজার ৩৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৯ হাজার ৫০৮।
গাজীপুর-২ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৭লাখ ৭৮ হাজার ৯৯০জন, কেন্দ্র সংখ্যা হলো ২৭২টি, বুথ সংখ্যা হলো ১৬৮৯টি। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৯১ হাজার ৩৪টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৮৭ হাজার ৯৫৬টি।
গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৯৪হাজার ৪২৭, কেন্দ্র সংখ্যা ১৮০টি, বুথ সংখ্যা ১০৬৮। এখানে পুরুষ ভোটার সংখ্যা ২লাখ ৪৫হাজার ৪৩৪টি এবং মহিলা ভোটার সংখ্যা ২লাখ ৪৮হাজার ৯৯৩টি।
গাজীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ১০হাজার ৭৪৭টি, কেন্দ্র সংখ্যা-১২২টি, বুথ সংখ্যা হলো-৬০৪টি। এখানে পুরুষ ভোটার হলো ১লাখ ৫৪হাজার ৮৭১টি এবং মহিলা ভোটার ১লাখ ৫৫হাজার ৮৭৬টি।
গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩লাখ ৩৩হাজার ৬১৩টি, কেন্দ্র সংখ্যা ১২৪টি, বুথ সংখ্যা ৬৯৫টি। এখানে পুরুষ ভোটার ১লাখ ৬৯ হাজার ৭২টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ১লাখ ৬৪হাজার ৫৪১টি।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নির্বাচনের সকল প্রস্তুতি সুসম্পন্ন করতে বৃহস্পতিবার তার সভাকক্ষে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের (এআরও) নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছেন। এতে তাদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা (সহকারি রিটার্নিং কর্মকতা) নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় বাবদ গাজীপুর আসনের জন্য ১৮ হাজার টাকা গাজীপুর-২ আসনের জন্য ১৮হাজার ৫০০টাকা, গাজীপুর-২ আসনের জন্য ১০হাজার টাকা, গাজীপুর-৪ আসনের জন্য ৫হাজার ৫০০টাকা এবং গাজীপুর-৫ আসনের জন্য ১০হাজার টাকা ট্রেজারী চালানের মাধ্যমে রিটার্নিং/সহকারি রিটার্নিং আফিসারের কার্যালয়ে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি আসনে ভোটার বেড়েছে ১লাখ ৯৬ হাজার ৭৬০টি। তাদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটার সংখ্যার চেয়ে বৃদ্ধি পেয়েছে সোয়া ৭শতাংশ।
বৃহস্পতিবার গাজীপুরে নির্বাচন তফসিল সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়বেসাইট থেকে জানা যাবে।
গাজীপুর জেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ২৬লাখ ১৩ হাজার ৬২৯জন ভোটারের জন্য ৯৩৫টি কেন্দ্র এবং বুথ সংখ্যা (ভোট কক্ষ) ৫হাজার ৫৬৮টি নির্ধারণ করা হয়েছে।
এবার ভোটারদের মধ্যে ১৩ লাখ ৯ হাজার ৯১৯ জন পুরুষ ভোটার এবং ১৩ লাখ ৩হাজার ৭১০জন মহিলা ভোটার রয়েছে। একাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪লাখ ১৬হাজার ৮৬৯। তাদের জন্য ভোট কেন্দ্র ৯২২টি এবং বুথ সংখ্যা ছিল ৪হাজার ৫৪১টি।
একাদশে পুরুষ ভোটার ছিল ১২লক্ষ ১৪ হাজার ৯৫৫ এবং মহিলা ভোটার ছিল ১২লক্ষ ১হাজার ৯১৪টি। এ পরিসংখ্যান থেকে দেখা যায় দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বেড়েছে ১লাখ ৯৬ হাজার ৭৬০টি। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে ৯৪হাজার ৯৬৪ এবং মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে ১লাখ ১হাজার ৭৯৬টি।
সহকারি রিটার্নিং কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার গাজীপুরে ২৬জন হিজড়াও ভোটার রয়েছেন তাদের মধ্যে গাজীপুর-১ আসনে ১২জন, গাজীপুর-২ আসনে ৭জন, গাজীপুর-৩ আসনে ৫জন এবং গাজীপুর-৫ আসনে ২জন হিজড়া ভোটার রয়েছেন। তবে তাদের বিভিন্ন আসনে মহিলা ভোটারদের সঙ্গে যোগ করে গণণা করা হয়েছে।
গাজীপুর পাঁচটি আসনে সর্বাধিক ভোটার সংখ্যা হলো গাজীপুর-২ নং আসনে, যার সংখ্যা হলো-৭লাখ ৭৮হাজার ৯৯০জন এবং সবচেয়ে কম ভোটার সংখ্যা হলো গাজীপুর ৪ আসনে। সেখানে মোট ভোটার সংখ্যা হলো ৩লাখ ১০হাজার ৭৪৭টি। এছাড়া গাজীপুর-৩ ও ৪ নং আসনে মহিলা ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে বেশি রয়েছে।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান, গাজীপুরে পাঁচটি আসন রয়েছে। গাজীপুর-১ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৬লাখ ৯৫হাজার ৮৫২, কেন্দ্র সংখ্যা হলো ২৩৭টি, বুথ সংখ্যা হলো ১৫১২টি। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৬ হাজার ৩৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৯ হাজার ৫০৮।
গাজীপুর-২ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৭লাখ ৭৮ হাজার ৯৯০জন, কেন্দ্র সংখ্যা হলো ২৭২টি, বুথ সংখ্যা হলো ১৬৮৯টি। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৯১ হাজার ৩৪টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৮৭ হাজার ৯৫৬টি।
গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৯৪হাজার ৪২৭, কেন্দ্র সংখ্যা ১৮০টি, বুথ সংখ্যা ১০৬৮। এখানে পুরুষ ভোটার সংখ্যা ২লাখ ৪৫হাজার ৪৩৪টি এবং মহিলা ভোটার সংখ্যা ২লাখ ৪৮হাজার ৯৯৩টি।
গাজীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ১০হাজার ৭৪৭টি, কেন্দ্র সংখ্যা-১২২টি, বুথ সংখ্যা হলো-৬০৪টি। এখানে পুরুষ ভোটার হলো ১লাখ ৫৪হাজার ৮৭১টি এবং মহিলা ভোটার ১লাখ ৫৫হাজার ৮৭৬টি।
গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩লাখ ৩৩হাজার ৬১৩টি, কেন্দ্র সংখ্যা ১২৪টি, বুথ সংখ্যা ৬৯৫টি। এখানে পুরুষ ভোটার ১লাখ ৬৯ হাজার ৭২টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ১লাখ ৬৪হাজার ৫৪১টি।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নির্বাচনের সকল প্রস্তুতি সুসম্পন্ন করতে বৃহস্পতিবার তার সভাকক্ষে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের (এআরও) নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছেন। এতে তাদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা (সহকারি রিটার্নিং কর্মকতা) নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় বাবদ গাজীপুর আসনের জন্য ১৮ হাজার টাকা গাজীপুর-২ আসনের জন্য ১৮হাজার ৫০০টাকা, গাজীপুর-২ আসনের জন্য ১০হাজার টাকা, গাজীপুর-৪ আসনের জন্য ৫হাজার ৫০০টাকা এবং গাজীপুর-৫ আসনের জন্য ১০হাজার টাকা ট্রেজারী চালানের মাধ্যমে রিটার্নিং/সহকারি রিটার্নিং আফিসারের কার্যালয়ে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
মন্তব্য করুন: