করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর মহানগরীর কাশিমপুরে জুয়াড় আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
শনিবার (১০ জুন) রাতে কাশিমপুর কদম মার্কেট সাকিনস্থ শেখ মনছুরের গরুর খামারের সামনে থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ পিস তাস, নগদ ৮,২২০ টাকা ও ১টি প্লাস্টিকের বাটি উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ২০১৮ সালের প্রকাশ্য জুয়া আইনের ৯৩/১০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত ১০ আসামিরা হলো গাজীপুর মহানগরের ৪ নং ওয়ার্ডের সারদাগন্জ বাগাবাড়ী এলাকার জামাল মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), কাজী মার্কেট এলাকার মালেক কাজীর ছেলে আলমগীর কাজী(৩৮), চাঁদপুরের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (৩৫), কুষ্টিয়া জেলার আফাজের ছেলে মহিদুল(৪০), রংপুর জেলার মোঃ মোখলেছুরের ছেলে রওশন (৩৩), শহীদের ছেলে শরিফুল ইসলাম(২৫), হাসুবুরের ছেলে মেহেদী দেওয়ান (৩৩), পাবনা জেলার তালেব প্রামানিকের ছেলে বাতেন (৩৪), কিশোরগঞ্জের সামসুলের ছেলে আজিজুল (৩৭) ও গাইবান্ধার জয়নালের ছেলে রেজাউল করিম (৩৫)।
গাজীপুর মহানগরীর কাশিমপুরে জুয়াড় আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
শনিবার (১০ জুন) রাতে কাশিমপুর কদম মার্কেট সাকিনস্থ শেখ মনছুরের গরুর খামারের সামনে থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ পিস তাস, নগদ ৮,২২০ টাকা ও ১টি প্লাস্টিকের বাটি উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ২০১৮ সালের প্রকাশ্য জুয়া আইনের ৯৩/১০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত ১০ আসামিরা হলো গাজীপুর মহানগরের ৪ নং ওয়ার্ডের সারদাগন্জ বাগাবাড়ী এলাকার জামাল মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), কাজী মার্কেট এলাকার মালেক কাজীর ছেলে আলমগীর কাজী(৩৮), চাঁদপুরের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (৩৫), কুষ্টিয়া জেলার আফাজের ছেলে মহিদুল(৪০), রংপুর জেলার মোঃ মোখলেছুরের ছেলে রওশন (৩৩), শহীদের ছেলে শরিফুল ইসলাম(২৫), হাসুবুরের ছেলে মেহেদী দেওয়ান (৩৩), পাবনা জেলার তালেব প্রামানিকের ছেলে বাতেন (৩৪), কিশোরগঞ্জের সামসুলের ছেলে আজিজুল (৩৭) ও গাইবান্ধার জয়নালের ছেলে রেজাউল করিম (৩৫)।
কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আব্দুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তি গত রাতে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করা হয়।
তাদেরকে গ্রেফতার করে ২০১৮ সালের জুয়া আইনের ৯৩/১০২ ধারা মোতাবেক মামলা দায়ের করে ১১ জুন দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন: