করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সিটি করপোরেশন গঠন করেননি। নাগরিক সুবিধা বাড়ানোর জন্যই এই গাজীপুর সিটি গঠন করা হয়েছিল। অথচ নাগরিক সুবিধা না বাড়িয়ে সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। আমি নির্বাচিত হতে পারলে আগামীতে নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি ট্যাক্সের বোঝাও কমিয়ে দেওয়া হবে।
সোমবার (১৫ মে ২০২৩) সকালে তারগাছ এলাকায় গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য দেওয়ার সময় ভোটারদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টাকা না থাকলে এক কথা, আর টাকা থাকার পরও কাজ না করতে পারাটা মেনে নেওয়া যায় না। আজকে নানা সমস্যায় জর্জরিত গাজীপুর মহানগর। এক অদক্ষ ব্যক্তি দায়িত্ব পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গাজীপুর সিটির উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়েছিলেন। সেই টাকা যদি পরিকল্পনা করে পুরোপুরি ব্যবহার হতো তাহলে এখন আর কোনো নাগরিক সমস্যায় থাকত না। অথচ সেই টাকার ব্যবহার হয়নি, এত টাকা কই গেল?
তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে আজমত উল্লা খান বলেন, নগরবাসীর অন্যতম সমস্যা হলো বর্জ্য দুর্ভোগ। এর সমাধান কল্পে সরকার টাকা দিলেও এর ব্যবহার না হওয়ায় বর্জ্য নিয়ে মহাবিপাকে নগরবাসী। আমি নির্বাচিত হতে পারলে নগরবাসীদের বর্জ্যের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হবে। এ বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, একাদশ শ্রেণিতে পড়ার সময় বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। সেদিন যে ফিরে আসব তা কখনই ভাবিনি। দেশ স্বাধীনের পর যখন ফিরে এলাম সেদিনই শপথ নিয়েছিলাম যত দিন বাঁচব তত দিন মানুষের কল্যাণে কাটিয়ে দেব। দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রী, এমপি হওয়ার জন্য রাজনীতি করিনি। রাজনীতি করতে গিয়ে পেয়েছি জনগণের মায়া, মমতা ও ভালবাসা। এটাতেই আমি আপ্লুত ও অভিভূত।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: