করেসপন্ডেন্ট, গাজীপুর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার কোটি টাকা ব্যয়ে অবকাঠামো এবং রাস্তাঘাট উন্নয়নে গাজীপুর সিটিকে সমৃদ্ধ করেছেন। সিটিবাসী এখন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল ভোগ করছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে ৪১ কোটি টাকা ব্যয়ে ২৪টি গভীর নলকুপের মাধ্যমে পানি সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বুধবার রাতে আয়োজিত কয়েকটি সমাবেশে প্রতিমন্ত্রী রাসেল এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার কোটি টাকা ব্যয়ে অবকাঠামো এবং রাস্তাঘাট উন্নয়নে গাজীপুর সিটিকে সমৃদ্ধ করেছেন। সিটিবাসী এখন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল ভোগ করছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে ৪১ কোটি টাকা ব্যয়ে ২৪টি গভীর নলকুপের মাধ্যমে পানি সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বুধবার রাতে আয়োজিত কয়েকটি সমাবেশে প্রতিমন্ত্রী রাসেল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, টঙ্গীবাসীর আজ আনন্দের দিন, খুশির দিন। সেটি হচ্ছে মানুষ ভাত, মাংস, তরকারি ছাড়া মাসের পর মাস থাকতে পারে, কিন্তু পানি ছাড়া একদিনও চলতে পারে না, থাকতে পারে না। গভীর নলকূপগুলো উদ্বোধনের ফলে শুধু এলাকাবাসীই উপকৃত হননি, এই এলাকার মিলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা মানুষজনেরাও উপকৃত হবেন। টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে ১ হাজার ফিট গভীরতার গভীর নলকূপের উদ্বোধনী অনুষ্ঠান গুলোতে গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন ও ওয়ার্ড কাউন্সিলরগনসহ উপস্থিত ছিলেন, কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার, নূরুল ইসলাম নূরু, শাহ আলম রিপন, আবুল হোসেন, ফজলুল হক, জয়নাল আবেদিন বিএ, মোয়াজ্জেম হোসেন, আমান উদ্দিন সরকার, লিটন উদ্দিন সরকার কাজী মোহাম্মদ সেলিম, বিল্লাল হোসেন, আব্দুর রহিম, খোরশেদ আলম ও আব্দুর রহমান পিংকু প্রমুখ। ২৪ টি গভীর নলকূপের পানির পাম্প উদ্বোধনের ফলে গাজীপুর সিটির দেড় লাখ টঙ্গীবাসী পানির সুবিধা ভোগ করবেন।
পানির পাম্প উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে মন্ত্রী রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত গাজীপুর সিটির উন্নয়ন অব্যাহত রাখতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনে ৩৮শ' কোটি টাকা সংশোধিত বাজেটে অনুমোদন করানো হয়েছে।
টঙ্গীর যেসব এলাকায় গভীর নলকূপের পাম্প গুলো উদ্বোধন করা হয়েছে সে এলাকাগুলো হচ্ছে, টঙ্গী বাজার কাচারি রোড, শেরে বাংলা রোড, গাজী বাড়ী পুকুর পাড়, পূর্ব আরিচপুর গাজী বাড়ি, পাগাড় পাঠান পাড়া, পাগার ফকির মার্কেট, পাগার বাগদাদিয়া, ছালামের আটার কল, আলেরটেক, গোপালপুর পশ্চিমপাড়া, মরকুন মধ্যপাড়া, শিলমুন পশ্চিমপাড়া, নোয়াগাঁও, সাহাজ উদ্দিন সরকার স্কুল রোড, দত্তপাড়া কাজিম ভিলা, বনমালা রেলগেটের পাশে ও বড় দেওড়া মিত্তিবাড়ী।
মন্তব্য করুন: