করেসপন্ডেন্ট, গাজীপুর
নতুন প্রজন্মের তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গাজীপুরে টঙ্গীস্থ আই.আর.আই মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) বীর মুক্তিযুদ্ধো আব্দুর রশীদ ভূঁইয়া মেমোরিয়াল ষ্ট্রাষ্ট এর উদ্যোগে টঙ্গীর আই.আর.আই মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্বে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বেগম শামসুন্নাহর ভূঁইয়া এমপি।
সকাল ১০টায় দেশাত্মবোধক ও গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মশালা শুরু হয়।
ছাত্র রাজনীতির একাল-সেকাল প্রেক্ষাপট ছাত্রলীগ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন ছাত্রনেতা রাজিব হায়দার সাদিম।
সমাজতন্ত্র, বৃটিশ ভারতের গণতন্ত্র চর্চা, বৃটিশ বিরোধী আন্দোলন, দ্বিজাতি তত্ত্ব, দেশভাগ ও ভাষা আন্দোলন '১৯৪৭ থেকে ৫২' বিষয়ে আলোচনা করেন সংগঠক ও সাংস্কৃতিসেবী এডভোকেট সুনীল কুমার সরকার।
পাকিস্তানে গণতন্ত্রের লড়াই, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, যুক্তফ্রন্ট, শিক্ষা আন্দোলন, ছয় দফা, ১১ দফার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম বিষয়ে আলোচনা করেন সংগঠক ও সংস্কৃতিসেবী অ্যাভোকেট শওকত আলী।
৯ মাসের মুক্তিযুদ্ধ নিয়ে গা শিউরে উঠা ইতিহাস স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ।
সদ্য স্বাধীন বাংলাদেশের রাজনীতি, অর্থনৈতিক সংকট ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের মূল চেতনা হত্যা, সামরিক স্বৈরশাসন, সাম্প্রদায়িকতা, পাকিস্তানি করন ও গণতন্ত্রের সংকট '১৯৭১থেকে ৯১' নিয়ে আলোচনা করেন বঙ্গবন্ধু গবেষক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা শেখর দত্ত।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নির্বাচিত অংশ পাঠ করেন তামান্না ইসলাম।
গণতন্ত্রের আন্দোলন তিন জোটের রূপরেখা, তত্ত্বাবধায় সরকার, ৭৫ উত্তর প্রথম আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া, জঙ্গিবাদ ও বিএনপি জামাত জোটের হত্যার রাজনীতি, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক প্রেক্ষাপট এবং (১৯৯১-২০১৮) নিয়ে আলোচনা করেন আব্দুর রশীদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ।
আওয়ামী লীগ সরকার ও জাতীয় উন্নয়ন ২০১৮ থেকে ২০২২ নিয়ে আলোচনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্যা খান।
বাংলাদেশের শ্রমিক শ্রেণী, লড়াই সংগ্রাম, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা, জাতীয় উন্নয়নের শ্রমজীবী মানুষের অবদান এবং রাষ্ট্র ও সরকারের শ্রমনীতি ব্রিটিশ পাকিস্তান ও বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি।
পরে প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন: