করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর মহানগরীর ভূরুলিয়াস্থ আব্দুল মজিদ আকন্দ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার (০১ জানুয়ারি ২০২৩) বিকালে ওই স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি এ.বি.এম নাসির উদ্দিন নাসির।
আলোচনা সভার আগে তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক আকন্দ, ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান সরকার, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শঙ্কর চন্দ্র দে, শেখ মোহাম্মদ শামীম, দেলোয়ার হোসেন, আমিন আলী সরকার, সমাজ সেবক আব্দুল হালিম সরকার, শহিদুল্লাহ মোল্লাহ প্রমুখ।
সভায় সমাজ সেবক ও আওয়ামী নেতা শেখ আব্দুর রহিম, এডভোকেট মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: