হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য স্বপ্না আক্তার |
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে টাকা নিয়ে ভোট না দেওয়ায় দুই ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২৩ অক্টোবর) এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার।
এর আগে, শনিবার (২২ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাসাকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফুলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম ও একই ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য স্বপ্না আক্তার।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে পরিষদের সকল সাধারণ ও নারী সদস্যদের তলব করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল প্রমুখ।
বৈঠকে টাকা নেওয়ার পরেও কেনো জেলা পরিষদের সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাকের ঘড়ি মার্কায় ভোট দেওয়া হলো না, সে বিষয়ে আলোচনা হয়। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায় আব্দুর রাজ্জাকের কয়েকজন সমর্থক নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার ও ইউপি সদস্য শফিকুল ইসলামকে মারধর করে। পরে স্থানীয়রা নারী ইউপি সদস্যকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার বলেন, ‘ইউপি চেয়ারম্যান তার বাড়িতে আমাদের সকল সদস্যদের ডাকেন। আমরা সেখানে উপস্থিত হলে জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাককে কেনো ভোট দেওয়া হয়নি এ বিষয়ে চাপ প্রয়োগ করেন। এসময় আমরা ভোট দিয়েছি বললেও ওই প্রার্থীর কয়েকজন সমর্থক আমাদের মারধর করে।’
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম সরকার বলেন, ‘বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েও ভোট না দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সবার সামনে প্রার্থীর কোনো অভিযোগ নেই বলে জানান। সভা শেষে যে যার মতো বাড়ি ফিরে গেছেন। পথে কি হয়েছে বা কে কাকে মেরেছে এ বিষয়ে জানা নেই।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন: