করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা’ ২০২২ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের পরিচালনায় সভার শুরুতে ক্লাবের প্রয়াত সকল সাংবাদিক ও সদস্যদের রুহের মাগফিরাত কমনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সাধারণ সম্পাদক ২০২১-২০২২ মেয়াদে বার্ষিক প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সকল সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন সকলের উপস্থিতিতে উপস্থাপন করার জন্য সাধারণ সম্পাদককে সমর্থন জানিয়ে প্রতিবেদন অনুমোদন করেন।
সাধারণ সম্পাদক দুপুর ১ টায় উম্মুক্ত আলোচনার জন্য প্রস্তাব করলে সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কার্যনির্বাহী সদস্য মাহতাব উদ্দিন আহম্মদ, সদস্য আতিকুর রহমান, মোয়াজ্জেম হোসেন সভায় তাদের বক্তব্য তুলে ধরে পরামর্শ ও মতামত পেশ করেন। সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিততে বার্ষিক সাধারণ সভায় প্রাণচাঞ্চল্য বিরাজ করে।
ভিডিওঃ
মন্তব্য করুন: