করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে ট্রাফিক পুলিশে বডিওর্ন ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে ওই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় গাজীপুর জেলা পুলিশের এডিশনাল এসপি সানোয়ার হোসেন, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার জানান, ৪০ মেগা পিক্সেল ক্যামেরা উচ্চ রেজল্যুশন ভিডিও ধারণ ক্ষমতা বিশিষ্ট এ ক্যামেরা পুলিশের শরীরের সংযোজন করা হবে। যা পুলিশের কন্ট্রোল রুমের সাথে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে কোথায় কিভাবে ট্রাফিক পুলিশ ডিউটি করছেন, কার সাথে কি আচরণ করছেন তাও জানা যাবে। কিংবা পুলিশের সঙ্গে চালক বা অন্যরা কি আচরণ করছেন তা জানা যাবে। পুলিশ তাদের ডিউটিতে ফাঁকি দিচ্ছেন কি-না এক কথায় এর মাধ্যমে পুলিশের মুভমেন্ট জানা যাবে। পুলিশ দ্রুত এসএমএসের মাধ্যমে পুলিশ কন্ট্রোল তাদের সকল তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন। প্রাথমিক পর্যায়ে ১৮ জন ট্রাফিক পুলিশকে এ ক্যামেরা সংযোজন করা হচ্ছে। পর্যায়ক্রমে এই সংখ্যা আরো বাড়ানো হবে।
ভিডিওঃ
মন্তব্য করুন: