তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি দর্শনীয় স্থান। |
ডেইলি নিউজ ডেস্ক
রাষ্ট্রীয় নাম পরিবর্তন করে ফেলল তুরস্ক। দেশটি এখন থেকে ‘তুর্কিয়ে’ নামে বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে। নাম বদলের জন্য করা অনুরোধ জাতিসংঘ সম্মত হওয়ায় তুরস্ক এখন থেকে নতুন নাম পাচ্ছে। খবর বিবিসির।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছর দেশের নতুন নামকরণ নিয়ে প্রচারণা শুরু করেছিলেন। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে।
এরদোয়ান গত বছর বলেছিলেন, ‘তুর্কিয়ে নামটিই ভালোভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।’
তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। |
ইতিমধ্যে তুরস্কের বেশিরভাগ মানুষ দেশের নাম তুর্কিয়ে বলেই জানে। এছাড়া ইংরেজিত তুর্কি নামটি দেশে–বিদেশে কয়েক বছর ধরে ব্যবহার হচ্ছে। গতবছর নাম বদলের প্রস্তাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি নাম পরিবর্তন করে ফেলে।
জাতিসংঘ জানিয়েছে, এ সপ্তাহে তুরস্কের কাছ থেকে নাম বদলের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ামাত্রই পরিবর্তনের কাজটি সেরে ফেলেছে।
মন্তব্য করুন: