
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে গত তিনদিনে অভিযান চালিয়ে ৯৮টি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
গাজীপুর সিভিল সার্জান মো. খায়রুজ্জামান জানান, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালকের নির্দেশমতে গত তিনদিনে ভ্রাম্যান আদালত পরিচালনা করে গাজীপুর জেলায় ৯৮টি অনুমোদনহীন তথা অবৈধ হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার সিলগালা এবং মালিকদের বিভিন্ন পরিমানে জরিমানা করা হয়েছে। এখনও আরো ৫৭টি অবৈধ হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার রয়েছে। পর্যায়ক্রমে এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গাজীপুরের বিভিন্ন উপজেলায় এ ধরণের বৈধ-অবৈধ হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার ছিল মোট ৪০১টি ।
মন্তব্য করুন: