স্মরণসভায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল |
করেসপন্ডেন্ট, গাজীপুর
আগামী দিনে যুবলীগ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি সংগঠন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৮ মে) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আহসান উল্লাহ মাস্টার সারাজীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার আদর্শ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সব ধরনের নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুবলীগ।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আমজাদ হোসেন বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সুমন হোসেন শান্ত বাবু, আলমগীর হোসেন প্রমুখ।
মন্তব্য করুন: