
রাহিম সরকার, গাজীপুর
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যাত্রা উৎসব-২০২২। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দির প্রাঙ্গণে ২২-২৬ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী উৎসবের প্রতিদিন সন্ধ্যা ৬টায় যাত্রাপালা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী সর্ববৃহৎ এ যাত্রা উৎসবে ১০০টি নতুন যাত্রা পালা মঞ্চায়ন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন গাজীপুর এর সহযোগীতায় ও জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর এর ব্যবস্থাপনায় গাজীপুরসহ ঢাকা, চট্রগ্রাম, মানিকগঞ্জ জেলা থেকে ১৪টি যাত্রাদল এতে অংশগ্রহণ করবে। এর অংশ হিসেবে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ যাত্রা উৎসব।
গাজীপুর শিল্পকলার জেলা কালচারাল অফিসার শারমীন জাহান জানান, গাজীপুরে আয়োজিত উৎসবে ঢাকা থেকে জয়যাত্রাদল “ও আমার বাংলা মাগো” জ্যোতি অপেরা “ফুলপরী” স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠী “কে অপরাধী” নিউ লোকনাথ অপেরা “বেদকন্যা” নিউ সেনার বাংলা নাট্যগোষ্ঠী “আলোমতি প্রেমকুমার” রূপসী বাংলা যাত্রা ইউনিট “রক্তাক্ত বাংলা” কেয়া যাত্রা ইউনিট “ রক্তাক্ত বর্ণমালা” লোকনাট্য গোষ্ঠী “গোলাপ ফুঁটেছে” বাংলার বাণী অপেরা “কাজল রেখা” সীমা অপেরা “সাগার ভাষা”, মানিকগঞ্জ থেকে দোয়েল অপেরা “রূপবান” গ্রাম বাংলা নাট্যসংস্থা “জীবন নদীর তীরে”, চট্রগ্রাম থেকে দেশ অপেরা “বিপ্লবী সোমেন চন্দ্র” ও গাজীপুর থেকে লিমা যাত্রা ইউনিট “গুনাইবিবি” যাত্রাপালা মঞ্চস্থ করবে।
মন্তব্য করুন: