করেসপন্ডেন্ট, গাজীপুর
“দাম কমাও, মানুষ বাঁচাও” শ্লোগান নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বুধবার সকালে গাজীপুরে মানব বন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চাল-ডাল-আটা-তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রনের দাবিতে গাজীপুর জেলা জাতীয় পার্টি বুধবার (২৩ মার্চ ২০২২) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের বটতলায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করে।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা আহব্বায়ক আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কামরুজ্জামান মন্ডল, যুগ্ন আহব্বায়ক নিজাম উদ্দিন, এস এম কিবরিয়া, জাতীয় পার্টির নেতা নিজাম উদ্দিন, জাকির হোসেন, আব্দুল মান্নান, হুমায়ুন কবির শিকদার প্রমুখ।
এর আগে তারা প্রেসক্লাবে হলরুমে চাল-ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে সংবাদ সম্মেলন করেন ।
মন্তব্য করুন: