করেসপন্ডেন্ট, গাজীপুর
মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর সমাপনী উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে গাজীপুরে তিন দিনব্যাপী আবাসিক আঞ্চলিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ ২০২২) সকালে গাজীপুরের খাইলকুরের বাদশাহ মিয়াা অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন কেন্দ্রীয় খেলাঘর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, নুরুজ্জামান জামান প্রমুখ। এসময় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, সদস্য আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের খেলাঘরের বিভিন্ন সংগঠনের প্রাায় পাঁচ শতাধিক শিশু কিশোর ওই আবাসিক ক্যাম্পে অংশগ্রহণ করছে ।
মন্তব্য করুন: