করেসপন্ডেন্ট
আসন্ন বইমেলায় আসছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ প্রিসিলা ফাতেমার লেখা বই 'পথচলার গল্প'।
নিউইয়র্ক প্রবাসী প্রিসিলা ফাতেমা সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেন। পাশাপাশি সামাজিক কার্যক্রমেও জড়িত তিনি। গরীব-দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
প্রিসিলার লেখা প্রথম বই 'চলার পথের গল্প' প্রকাশ করছে শব্দশৈলী।
প্রিসিলা জানিয়েছেন, বইটিতে থাকছে তার জীবনের ছোট ছোট ঘটনা, সোশ্যাল মিডিয়ায় আসা, নানা অভিজ্ঞতা এবং যে সকল অতিথিদেরকে নিয়ে তিনি লাইভ শো করেছেন তাদের আড্ডার চুম্বক অংশ।
প্রিসিলা বলেন, দর্শকদের অনুরোধে তিনি বই লেখার কাজে হাত দেন। প্রিসিলা ভালো বাংলা লিখতে পারেন না, তাই শিখে লেখার কাজে পরিশ্রমটাও ছিল দ্বিগুন।
বইটির প্রচ্ছদ তৈরি করেছেন জিয়াউল হক কায়সার। একুশে বইমেলায় শব্দশৈলীর স্টলে এটি পাওয়া যাবে। প্রিসিলা এতে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি স্টলের ক্রেতাদের সঙ্গে কথা বলবেন। বই থেকে উপার্জিত সকল অর্থ সেবামূলক কাজে ব্যায় করা হবে।
মন্তব্য করুন: