ছবি: সংগৃহীত |
অনলাইন ডেস্ক
জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন সানসান।
মঙ্গলবার (২৭ আগস্ট, ২০২৪) জাপানের দক্ষিণাঞ্চলীয় আমামি অঞ্চলের দিকে ধেয়ে আসা সানাসানের গতিবেগ ছিল ঘন্টায় ২১৬ কিলোমিটার।
ভারি বৃষ্টির কারণে হামামাটসু ও তায়োহাশির কেন্দ্রীয় শহরগুলোর মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেয়ার পর স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে তা পুনরায় চালু করা হয়।
এছাড়া কিছু কিছু এলাকায় তীব্র গতির এবং লোকাল ট্রেনসমূহ বিলম্বে স্টেশন ত্যাগ করে।
জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তারা মঙ্গলবার ও বুধবার ১১৬টি আভ্যন্তরীণ এবং ছয়টি আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বাতিল করেছে।
আমামি দ্বীপপুঞ্জের পাশাপাশি পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
মন্তব্য করুন: