(উপরের সারি বাম থেকে) মোজাম্মেল বাবু, সৈয়দ ইশতিয়াক রেজা, আহমেদ জোবায়ের, মুন্নী সাহা। (নীচের সারি বাম থেকে) ফারজানা রুপা, শাকিল আহমেদ ও নাঈমুল ইসলাম খান। ছবি: এনএনবি |
করেসপন্ডেন্ট, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় মামলায় শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও র্যাব কর্মকর্তার সঙ্গে ৭ সাংবাদিককেও আসামি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট, ২০২৪) নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম বাদী হয়ে এই হত্যা মামলা করেন।
৭ সাংবাদিক হলেন—একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নী সাহা, একাত্তর টিভির প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপা, একাত্তর টিভির চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।
এর আগে গত বুধবার (২১ আগস্ট, ২০২৪) সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় পোশাককর্মী ফজলুল করিম হত্যা মামলায় একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মন্তব্য করুন: