ছবি: সংগৃহীত |
করেসপন্ডেন্ট, ঢাকা
নাকের পলিপ অপারেশন করাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।
মঙ্গলবার (২০ আগস্ট, ২০২৪) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগান থানাধীন কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট হাসপাতালে নাকের সেফটি প্লাস্টিক সার্জারি করার সময় চিকিৎসক প্রফেসর ডা. জাহের আল-আমীনের ভুল চিকিৎসায় তিনি মত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে তার পরিবারসহ মিনিস্টার-মাইওয়ান গ্রুপে নেমে আসে শোকের ছায়া। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সকল সদস্যসহ তার পরিবার সঠিক তদন্তের মাধ্যমে উল্লিখিত ডাক্তারসহ দোষী সকলকে আইনের আওতায় এনে অতিদ্রুত বিচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।’
মৃতের ভাগনে আদনান সাদিক রিয়াদ অভিযোগ করে বলেন, `মঙ্গলবার বিকালে নাকের পলিপাস অপারেশন করানোর জন্য গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাত ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর সময় লাগে। তখনও তারা কিছু বলেননি। যখন রোগীর জ্ঞান ফিরছিল না তখন জানতে চাওয়া হলে তারা জানায়, সে অপারেশন টেবিলে দুইবার স্ট্রোক করেছিল।'
উল্লেখ্য, ইতোমধ্যে আলোচিত সেই ডাক্তারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান সামসুদ্দোহা শিমুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে পড়াশুনা শেষ করে কর্মজীবন শুরু করেন। তার সুদীর্ঘ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন এবং আজকের অবস্থানে আসীন হন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সকল সদস্যসহ তার পরিবারের আত্মীয় স্বজনরা হাসপাতালের সামনে মানববন্ধন এবং মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে তিনি দুই সন্তানের জনক। বর্তমানে তার স্ত্রী ও সন্তানরা সুদূর আমেরিকায় অবস্থান করছে বিধায় নামাজে জানাজার সময় পরে জানানো হবে।
মন্তব্য করুন: